নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়

" শিক্ষাই জাতির মেরুদণ্ড "

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়

ডাকঘরঃ নাউরী বাজার, উপজেলাঃ মতলব উত্তর, জেলাঃ চাঁদপুর

স্থাপিত:- 1948 ইং,   প্রতিষ্ঠান কোডঃ 7361 ,   EIIN No: 103909

স্কুল প্রতিষ্ঠার ইতিহাসঃ  নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একটি সুপ্রাচীন ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে। বিদ্যালয়টি স্থানীয়ভাবে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বহু শিক্ষার্থী এখানে শিক্ষা গ্রহণ করে উচ্চতর শিক্ষায় ও বিভিন্ন পেশায় কৃতিত্বের সঙ্গে ভূমিকা রাখছে।

স্কুলের ইতিহাস

বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি সহপাঠ্য কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কার্যক্রমও পরিচালিত হয়, যা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়তা করে। এর সুনাম কেবল পাঠ্যফলেই নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক উন্নয়নেও প্রতিফলিত হয়।

সভাপতি মহোদয়ের বাণী

সময়ের প্রয়োজনে এবং যুগের চাহিদা অনুযায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন এসেছে, সে লক্ষ্যে চাঁদপুরে গড়ে উঠেছে প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান  নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ‌্যালয় । আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, “নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ‌্যালয়” অত্যন্ত সফলতার সাথে ৭৫ বৎসর অতিক্রম করলো। প্রতিষ্ঠালগ্ন থেকেই স্কুলটি এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। 

প্রধান শিক্ষকের বাণী

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ‌্যালয়, চাঁদপুর, বাংলাদেশের একটি গৌরবদীপ্ত ও আলোকোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান । এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মেধা, মনন, সহনশীলতা, সৃজনশীলতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধসম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার । কেবলমাত্র ‘জিপিএ ৫’ নয়; আমাদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর আত্মবিকাশ আমাদের প্রত্যাশা।

Scroll to Top